সারাদেশ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পলাতক আসামি গ্রেফতার

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ১০:২৯:৪৭

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় একজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
দীর্ঘ তিন বছর ধরে পলাতক থাকার পরে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে রাসেল হোসেন(২৮) নামের ওই আসামীকে। বুধবার দিবাগত রাতে তাকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার হওয়া রাসেল হোসেন একই এলাকার আবুল হোসেনের ছেলে। সে একটি মাদক মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানায় পুলিশ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রাতে গোপন সংবাদ পেয়ে আসামী রাসেল হোসেনের বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেলের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। মামলা নং- জি আর-৫৯৫/২১। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মো: রিয়াজুল ইসলাম/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content