প্রতিনিধি ২০ মার্চ ২০২৪ , ১০:১৫:৪২
অবশেষে অস্ট্রেলিয়াকে ২৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাষ্ট্রের পরিবহন সংস্থা উবার। দেশটির ৮ হাজার ট্যাক্সি ও রেন্ট-এ-কার ড্রাইভারদের এ অর্থ দেওয়া হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
তবে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কি পরিমাণ অর্থ পাবে, সেই বিষয়ে এতে কোনও বার্তা দেয়া হয়নি। ড্রাইভারদের পক্ষে আইনি প্রতিষ্ঠান জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে আগ্রাসী নীতি গ্রহণ করেছে উবার। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির ট্যাক্সি ও ড্রাইভাররা। পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে উবারের বিরুদ্ধে মামলা করেন অস্ট্রেলিয়ার চালকরা।
মামলার বিবরণীতে বলা হয়, রাইড শেয়ারিং অ্যাপ উবারের কারণে দেশটির কমে গেছে ভাড়ায় গাড়ি চালকদের আয়। এতে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন ট্যাক্সি চালক ও ব্যবসায়ীরা। ফলে কআতপূলণের মামলা করা হয়।
অবশেষে ২০২৪ সালে এসে মামলার রায় দেয়া হলো। যা নিষ্পত্তিতে প্রায় ২৭২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে উবার।
প্রসঙ্গত, সানফ্রানসিসকো ভিত্তিক প্রতিষ্ঠানটি ৭০টি দেশের ১০ হাজার শহরে তাদের ব্যবসা পরিচালনা করছে।