আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৪ , ৭:২৮:২৩

শেয়ার করুন

মালয়েশিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ১০ জন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দেশটির লুমুতে শহরে নৌবাহিনীর একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়া ভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমসের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সংঘর্ষের পর মেরিটাইম অপারেশনস হেলিকপ্টার এইচওএম এম৫০৩-৩ একটি স্টেডিয়ামের রানিং ট্রাকে বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন ক্রু ছিলেন।

 

অন্যদিকে তিনজন ক্রু নিয়ে অপরটি একটি ফেনেক সামরিক এম৫০২-৬ হেলিকপ্টার নিকটবর্তী একটি সুইমিং পুলে পড়ে বিধ্বস্ত হয়েছে।

নৌবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

 

দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কয়েকটি হেলিকপ্টার একটি স্টেডিয়ামের উপরে উড়ছে। এসময় একটি হেলিকপ্টারের সাথে আরেকটির আঘাত ধাক্কা লাগলে উভয়েই নিচে পড়ে যায়। স্থানীয় পুলিশ ভিডিও ফুটেজটি আসল বলে জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনাকে একটি ‘হৃদয় বিদারক ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এর সুষ্ঠু তদন্ত হবে।

আগামী শনিবার রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর ৯০তম বার্ষিকী উদযাপনের জন্য কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content