প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ১১:৪৪:৪৭
বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৯ সশস্ত্র সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআর কর্মকর্তা রাশেদুল আলম খান।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের ঘটনায় পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে যৌথবাহিনী। জেলার রুমা-থানচি-রোয়াংছড়ি-আলীকদম চারটি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো চিহ্নিত করে সেনাবাহিনী, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।
অভিযানে বান্দরবানের রুমা উপজেলার চুংচুংপাড়া থেকে ছয়জন এবং আত্তাপাড়া থেকে তিনজন কেএনএফ সদস্যকে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯টি অস্ত্র ও বিপুল পরিমাণে সরঞ্জাম উদ্ধার করেছে।
আইএসপিআর সূত্র জানায়, বান্দরবান রিজিয়নের অন্তর্গত দোপানিছড়াপাড়া এলাকায় সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে একটি টহল দল আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কেএনএফ সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘেরাও করে এবং ৯ জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করে। এছাড়াও টহল দল অনুসন্ধান চালিয়ে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টুজ, দুটি মোবাইল ফোন এবং দুটি আইডি কার্ড উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, রুমা-রোয়াংছড়ি সীমান্তের দুর্গম চুংচংপাড়া, আত্তাপাড়া, রনিনপাড়া, মুন্নুমপাড়া, পাইক্ষ্যংপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। অভিযানে চুংচুংপাড়া থেকে ৬ জন এবং আত্তাপাড়া থেকে তিনজন কেএনএফ এর সদস্যকে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি। গ্রেপ্তারদের পুলিশের হেফাজতে থানায় আনা হলে বিস্তারিত জানানো যাবে।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা ও আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করেছিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ ঘটনায় ৮টি মামলায় কেএনএফ এর সঙ্গে জড়িত এ পর্যন্ত ৬৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।