ঢাকা

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ২:৫৪:১৩

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শেয়ার করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. মাহাতাব উদ্দিন জানান।

নিহত মো. কাউসার বাগমার (২৫) ওই গ্রামের আব্দুল রশিদ বাগমারের ছেলে। ছেলে হত্যার অভিযোগে আব্দুল রশিদ বাগমারকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি মাহাতাব বলেন, কাউসার প্রায় বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন। এরপর থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বিভিন্ন সময় মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা-মাকে অত্যাচার ও নির্যাতন করতেন।

“এতে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউসারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা রশিদ বাগমার। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রশিদ বাগমারকে আটক করে পুলিশ।”

ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের টাকার জন্য বিভিন্ন সময় মা-বাবাকে মারধর করতেন কাউসার। মাদকের টাকার জন্য কাউসার নিজের কেনা মোটরসাইকেল ও বিক্রি করেছে। বিভিন্ন বিষয়ে তার বাবা ও পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেন।”

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content