এক্সক্লুসিভ

চরম নেতৃত্বের সংকটে বিএনপি মহাসচিব থাকতে চান না ফখরুল

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ৩:৪৬:২৬

0Shares

শেয়ার করুন

বিএনপি’র রাজনীতির টালমাটাল অবস্থা চলমান, দলের নেতৃত্ব নিয়ে নানামুখী সমস্যা দেখা দিয়েছে, একদিকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে আছেন, বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে। এ অবস্থায় দিন দিন রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বের সংকট চরম পর্যায়ে পৌছেছে। টানা ১৮ বছর দলটি ক্ষমতার বাইরে। এক দফা বাস্তবায়নের দাবিতে বছরের অধিক সময় ধরে চলা বিএনপির রাজপথের আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি। এতে দলটির নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। দলের সাংগঠনিক অবস্থা দিন দিন ভেঙে পড়ছে। পরিস্থিতি অনুযায়ী দল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বিএনপি। দেশের বাস্তবতাকে উপেক্ষা করে লন্ডন থেকে দল পরিচালনা সম্ভব নয়।

এর মধ্যে অন্যতম সমস্যা হয়ে দাড়িয়েছে দলের মহাসচিবের নেতৃত্ব থেকে সরে যেতে চাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাতে করে নেতৃত্বের সংকট চরম পর্যায়ে উপনিত হয়েছে।বিএনপির সিনিয়র নেতাদের উচিত দলকে আমূলভাবে সংস্কার করে পরিবর্তিত জাতীয় রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে দলকে ঢেলে সাজানো। আজ বিএনপি না থাকলে কাল অন্যদল সে জায়গা দখল করবে। তাই খালেদা জিয়াকে রাজনীতিতে সর্বদা সক্রিয়ও থাকতেই হবে এমন কোনো দায়বদ্ধতা নেই। বিএনপির উচিত এখন খালেদা পরবর্তী রাজনৈতিক নীতিনির্ধারণ ও কৌশল নিয়ে এগিয়ে যাওয়া।

বিএনপি ঐতিহ্যের সে ধারাবাহিকতা বিএনপি ধরে রাখতে পারেনি। সময়ের স্রোতে তাল মেলাতে না পেরে রাজনীতির ময়দানে এখন হাবুডুবু খাচ্ছে। এ কঠিন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার তো দূরের কথা মানুষকে স্বপ্ন দেখাতেও তারা ভুলে গেছে। অথচ রাজনৈতিক ময়দানে নেতৃত্বের শূন্যতার মধ্যে বিএনপিই নতুন ভরসার জায়গা তৈরি করেছিল। বিএনপির ওপরই এ দেশের মানুষ আস্থা রেখেছিল। সে আস্থা এখন ফিকে হয়ে আসছে। নেতৃত্ব সৃষ্টি, নেতার গুণাবলি অর্জন এবং গ্রহণযোগ্য নেতৃত্বের জন্য যে বিশেষ দক্ষতার প্রয়োজন সেগুলো অর্জনের জন্য ধাপভিত্তিক প্রশিক্ষণ, অনুশীলন, মহড়া, স্টাডি, পর্যবেক্ষণ, মূল্যায়ন ইত্যাদির কোনোটাই অনুসরণ করা হয় না, যার ফলে লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশ অনেকাংশে পালন করা হয় না বা তৃনমূল পর্যায়ে পালন করতে অনীহা লক্ষ করা গেছে, কারণ দেশের বাস্তবিক অবস্থা বিবেচনা না করে লন্ডরে বসে কর্মসূচী দেয়ার কারণে সফলতা অর্জনের বিপরীতে ব্যর্থতার পাল্লাই দিন দিন ভারি হয়ে উঠছে, যার ফলে চরম নেতৃত্বের সংকটে পড়েছে বিএনপি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content