ঢাকা

টঙ্গীতে আলুর গুদামে আগুন

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ১০:২৮:৩৩

0Shares

শেয়ার করুন

গাজীপুরের টঙ্গী বাজারে আলু বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি গুদাম পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

বুধবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দশটি পাইকারি আলু ও পেয়াজ-রসুনের দোকান এবং গুদাম পুড়ে গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। পরে ওই এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content