প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ৯:৪১:৫৮
গাজীপুরের টঙ্গীর নদী বন্দর এলাকার একটি গার্মেন্টসে এসির গ্যাস ভরার সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছে।তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) রাত আটটার দিকে টঙ্গীর নদী বন্দর এলাকার পেড্রিয়ট নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, পারভেজ (৩০), রবিন (২৮) ও রুবেল (৩৫)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সিরাজুল জানান, আমরা সবাই এসির গ্যাস রিফিল করার মিস্ত্রি। আজ রাতের দিকে ওই গার্মেন্টসের এসিতে গ্যাস ভরার সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সহকর্মী কম্প্রেসারের গরম তেলে দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধদের সকলেই উত্তরার দক্ষিণখান এলাকায় ভাড়া থাকেন।
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম। তিনি জানান, আজ রাত সাড়ে নয়টার দিকে টঙ্গী থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের ড্রেসিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা সম্ভব নয়। বর্তমানে দগ্ধদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, দগ্ধরা আশঙ্কা জনক না হলেও তাদের কেউই আশঙ্কামুক্ত নন।