খেলাধূলা

বাংলাদেশ ক্রিকেটে দু:সংবাদ

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ১১:০৫:০১

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শেয়ার করুন

সিলেটের পর চট্টগ্রামেও বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজে ধরাশায়ী স্বাগতিকরা। সাগরিকায় দ্বিতীয় টেস্টে পরাজয়ের ব্যবধানটা ১৯২ রানের। এমন পরাজয়ের পর আইসিসি থেকেও দুঃসংবাদ পেলেন শান্তরা। বাংলাদেশকে সাতে নামিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে লঙ্কানরা।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ টেস্ট খেলেছে চারটি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে হারার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে একটি জয় পেয়েছিল শান্তরা। ফলে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল চার নম্বরে। সিলেট ও চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। তাতে করে সাত নম্বরে জায়গা হয়েছে মিরাজদের। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

এই চক্রে শ্রীলঙ্কার এখনো ঘরের মাঠে সিরিজ আছে দুটি। চলতি বছরের শেষের দিকে তারা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২০২৫ সালে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেটা অবশ্য ইংল্যান্ডের মাটিতে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র তিনটিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০।


শেয়ার করুন