প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ১০:০৮:১৬
বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বুকে ব্যথা নিয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন আবদুল আউয়াল মিন্টু।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা জানার জন্য তিনটি পরীক্ষা করা হয়।
এর মধ্যে দুটি পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তৃতীয় পরীক্ষার রিপোর্টের জন্য চিকিৎসকরা অপেক্ষা চলছেন বলেও জানিয়েছেন শায়রুল কবির।