নির্বাচন

যারা রেমিট্যান্স পাঠান তারা ও তাদের পরিবারের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার কথা ভাবছে সরকার৷

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৪ , ১১:৪২:৪৭

0Shares

শেয়ার করুন

যারা রেমিট্যান্স পাঠান তারা ও তাদের পরিবারের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার কথা ভাবছে সরকার৷ বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংসদ সচিবালয়।

কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এম এ মান্নান, এ কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, এ কে এম সেলিম ওসমান ও রুনু রেজা অংশ নেন।

তারা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে গতি আনয়নের লক্ষ্যে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি অ-আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়ে আলোচনা করেন। এ লক্ষ্যে রেমিট্যান্স প্রেরণকারী ও তাদের পরিবারের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। কার্ডটির মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবার সুবিধা গ্রহণ করতে পারবেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content