প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ৪:২২:০০
স্টাফ রিপোর্টার : রাত পোহালেই দেবহাটার ১ নং ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন শুরু। এই উপনির্বাচনে লড়ছেন তিন প্রার্থী। জানা যায়, দেবহাটার ১ নং কুলিয়া ইউনিয়নের ১ নং বহেরা ওয়ার্ডের মেম্বার শামসুজ্জামান ময়নার মৃত্যুর পর ওয়ার্ডটিকে মেম্বার পদ শূণ্য ঘোষণা করা হয়। এরই পরিপেক্ষিতে ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনা জমে উঠেছিল বেশ। তিন প্রার্থীর মধ্যে
রওনাকুল ইসলাম রিপন, আনিসুজ্জামান সুজল, আমানুল্লাহ হোসেনকে ঘিরে নির্বাচনী প্রচারনার আজ শেষ দিন। কাল সেই কাঙ্ক্ষিত ভোট। রওনাকুল ইসলাম রিপন লড়ছেন টিউবওয়েল প্রতিক নিয়ে, আনিসুজ্জামান সুজল লড়ছেন ফুটবল প্রতিক নিয়ে এবং আমানুল্লাহ হোসেন লড়ছেন তালা প্রতিক নিয়ে। প্রতিটি প্রার্থীর মধ্যেই টানটান উত্তেজনা এবং উক্ত এলাকার জনগণের মধ্যে সমর্থিত প্রার্থীকে ঘিরে আশার শেষ নেই। প্রচার, প্রচারনায় কোনো প্রার্থীই পিছিয়ে নেই সর্বোচ্চ চেষ্টা দিয়েই
চালিয়ে যাচ্ছে তাদের প্রচার। কাল ২৮ এপ্রিল জনগণের ভোটের উপরই নির্ভর করছে সেই কাঙ্খিত ফলাফল।
মো: রিয়াজুল ইসলাম/হক_কথা