বিজ্ঞপ্তি

শুভ জন্মদিন “মাহবুবা আক্তার”

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৪ , ৯:৩১:০২

0Shares

শেয়ার করুন

জন্মদিনের শুভেচ্ছা!
শুভ শুভ শুভ দিন দৈনিক হক কথা পত্রিকার সম্পাদিকা মাহবুবা আক্তার এর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি আপনি আপনার জীবনের এই বছরে অনেক সাফল্য লাভ করবেন। আপনার পরিশ্রম, পরিকল্পনা এবং সমর্পণের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যগুলি সম্পন্ন করতে পারবেন। এই দিনটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, তাই বিশেষভাবে উৎসাহে উপভোগ করুন।

কবিতার মাধ্যমে___

জন্মদিন, শুভ জন্মদিন !!
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন শুভ জন্মদিন !!


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content