প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৪:৪১:৫০
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ।
বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ। বাতিল হয়েছে ২৭৫ ভোট।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ ভোটে অংশ নেওয়ায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়।
মো:আদম আলী/হক_কথা