প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৯:৫৪:৫২
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের সামগ্রিক কর্মকাণ্ড চরম উদ্বেগজনক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্নের পথে। আমাদের স্বাধীনতা নিয়ে আমরা শঙ্কিত। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতির উপর আধিপত্যবাদী শক্তির করাল থাবা। দেশের নির্বাচনী ব্যবস্থা সরকার ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন আর ভোট দিতে কেন্দ্রে যেতে চায় না। জাতীয় নির্বাচনের পর চলমান স্থানীয় নির্বাচনেও এ দৃশ্য দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতি মোস্তফা কামাল, কেএম বেলাল প্রমুখ।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশের রাজনীতি এখন দুর্নীতিবাজদের হাতে চলে গেছে। ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। জনগণের আমানত লুটেপুটে খাচ্ছে ক্ষমতাসীনরা। বর্তমান এ অবৈধ সরকারকে যারা ক্ষমতায় এনেছে সেই ব্যবসায়ীরাই ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে। সেই ব্যবসায়ীরা বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে ‘নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আগামীকাল শুক্রবার, বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
বক্তব্য রাখবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী, জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান।