সারাদেশ

পাওনা মাত্র ১৭ টাকা এতেই যুবক খুন

  প্রতিনিধি ২৮ মে ২০২৪ , ১১:০০:০২

শেয়ার করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩৩)। আজ মঙ্গলবার (২৮ মে) বেলঅ ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিঠার দোকানের কাছে ঘটনাটি ঘটে।

নিহত মাহামুদুল হক উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর আজিমপুর এলাকার বদিউল আলমের ছেলে।

এ ঘটনায় নিহত মাহামুদুলের বড় ভাই জিয়াবুল হক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহামুদুলের বড় ভাই ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘আমার ভাই এলাকায় একটি মাছের ফিডের কারখানায় সহকারী হিসেবে কাজ করত। গত রোববার সে কারখানার পাশে একটি চায়ের দোকানে চা খেয়ে ১৭ টাকা বাকি রাখে। বকেয়া টাকার জন্য চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে কিশোর গ্যাং সদস্য রায়হান (২৩) লোহার রড নিয়ে আমার ভাইকে মারতে তেড়ে আসে। গতকাল সোমবার স্থানীয় মোহাম্মদ সাইফুল (২৫), সোহাগ (২৪), মোহাম্মদ তাসিফ (১৬) আমার ভাইকে বেধড়ক মারধর করে ছুরিকাঘাতে খুন করে। আমার আরেক ভাইকেও ছুরিকাঘাত করে। সেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। আমি এ ঘটনায় মামলা করব।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, মাত্র ১৭ টাকা পাওনা নিয়ে গতকাল সোমবার বিকেলে চায়ের দোকানির ছেলের সঙ্গে নিহত যুবক মাহামুদুল হকের হাতাহাতি হয়েছিল। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মাহামুদুল হক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আমরা জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছি।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content