সারাদেশ

উপজেলা চেয়ারম্যানকে গুলি করার অভিযোগ বদির বিরুদ্ধে

  প্রতিনিধি ৩ মে ২০২৪ , ১১:০৩:৩২

শেয়ার করুন

নির্বাচনী বিরোধের জেরে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই টেকনাফ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল আলম।

সূত্র জানায়, তৃতীয় ধাপের তফসিলে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম এবারও প্রার্থী হয়েছেন। ২রা মে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। নির্বাচনে চেয়ারম্যান পদে বদির পছন্দের প্রার্থী জাফর আলম। গত উপজেলা নির্বাচনেও জাফর আলমকে হারিয়ে নুরুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় রাজনীতিতে নুরুল আলম বদির বিরোধী হিসেবে পরিচিত। আর জাফর আলম বদির অনুসারী।

নুরুল আলম বলেন, রাতে হোয়াইক্যং ইউনিয়নের যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান তিনি। হঠাৎ বদি তাঁর স্ত্রী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তারের স্টিকারযুক্ত সাদা গাড়ি নিয়ে এসে তাঁকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলিবর্ষণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন অপর চেয়ারম্যান প্রার্থী জাফর আলম। গুলি তার গায়ে লাগেনি। সঙ্গে সঙ্গে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এলে তিনে নিরাপদে ফিরে আসেন। এ ব্যাপারে রাতে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
নুরুল আলম অভিযোগ করেন, ‘চেয়ারম্যান প্রার্থী জাফরের পক্ষে হয়ে বদি তার স্ত্রীর (জাতীয় সংসদ সদস্য) স্টিকার লাগানো গাড়ি নিয়ে প্রচারণার পাশাপাশি বিভিন্ন পথসভায় আমাকে ও আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন।’

এ ব্যাপারে আবদুর রহমান বদি বলেন, ‘আমি কেন আলমকে গুলি করতে যাব। তবে কে বা কারা পরপর দুটি আতশবাজি ফাটিয়েছে। আমরা সেখানে গিয়েছি, রবি আলম নামের ইউনিয়ন ছাত্রলীগের এক সদস্যকে অপহরণ করা হয়েছে বলে খবর পেয়ে। এরপর আমি ও জাফরসহ ঘটনাস্থলে গেলে রবি আলমকে বাধা অবস্থায় উদ্ধার করি। রবি আলম জাফর চেয়ারম্যানের পক্ষ নিয়ে নির্বাচন করছেন।’ চেয়ারম্যান প্রার্থী জাফর আলমও দাবি করেন, পটকার শব্দ পাওয়া গেছে।

তবে অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন নুরুল আলম। তিনি দাবি করেন, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব সাজানো হচ্ছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের ওপর গুলি বর্ষণের ঘটনায় তিনি একটি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content