খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে এক নারী ও তার ছেলে সন্তানের প্রাণ গেছে।
উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, তার ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে রোববার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার গাড়ি চালক স্বামী ছাদেক আলী হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
ইউপি চেয়ারম্যান লাকি বলেন, “বজ্রপাতে টিনের ঘর পুড়ে মা ও ছেলের শরীর অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্বার করে।“
দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক বলেন, ব্রজপাতে ঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ