প্রতিনিধি ৬ মে ২০২৪ , ৯:৫৪:২৯
গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের দেয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস।
ফিলিস্তিনের মুক্তিকামী এই সংগঠন এক বিবৃতিতে বলেছে, হামাস প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে তাদের প্রস্তাব মেনে নেয়ার কথা জানিয়েছেন।
তবে প্রস্তাবটিতে কি আছে সে বিষয়ে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিশর ও কাতার এবং যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধরত ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে ও মধ্যস্থতা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস কায়রো সফরে গেছেন।
মার্কিন একজন কর্মকর্তা আলোচনায় কিছু অগ্রগতি হওয়ার কথাও জানিয়েছেন। এরপরই হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের খবর আসে।
আল-জাজিরাকে কয়েকটি সূত্র জানিয়েছে, মিশর-কাতারের যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে সেটিতে তিনটি ধাপের কথা বলা হয়েছে। প্রতি ধাপে সময় ধরা হয়েছে ৪২ দিন করে।