চলতি বছর রাজধানীর গাবতলী পশুর হাটের ইজারা চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ওরফে ডিপজলকে দিতে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
গতকাল রোববার (২৭ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ডিপজলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অপর দরদাতা লুৎফর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী ও শাহ মঞ্জুরুল হক।
পরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গাবতলীর পশুর হাটের টেন্ডারে ডিপজল প্রথম হয়েছিলেন। দ্বিতীয় পজিশনে ছিলেন লুৎফর রহমান নামের এক ব্যক্তি। এপ্রিল মাসে তিনি রিট করলে হাইকোর্ট তাকে গাবতলী পশুর হাটের ইজারা দিতে নির্দেশ দেন। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সর্বোচ্চ দরদাতা ডিপজলকে গাবতলী হাটের ইজারা দিতে নির্দেশ দেন। আজ চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ