পূর্ব সুন্দরবনসহ বাগেরহাট সদর, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলাসহ বিভিন্ন এলাকায় সোমবার (৬ মে) বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃষ্টিকে সুন্দরবনের পুড়ে যাওয়া পূর্ব বন বিভাগের আমোরবুনিয়া এলাকার জন্য আশীর্বাদ মনে করছে বন বিভাগ। সন্ধ্যা ছয়টায় তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। থেমে থেমে মুষলধারে বৃষ্টি চলে প্রায় দেড় ঘণ্টা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, বৃষ্টি সুন্দরবনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ সময় আমরা বনে ছিলাম। অগ্নিনির্বাপণে অংশ নেওয়া বনরক্ষী ও বনকর্মীরা আমোরবুনিয়া ক্যাম্পে আশ্রয় নেন। বনের মধ্যে এখন আর আগুন নেই। এরপরও বন বিভাগের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হবে।
প্রসঙ্গত, শনিবার সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনের ঘটনা ঘেটে। এরপর বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
ওই দিন সন্ধ্যা নামায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা শুরু করতে পারেনি বন বিভাগ। পরের দিন রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নির্বাপণ শুরু করে।
সবশেষ সোমবার (৬ মে) সকাল থেকে সবার সম্মিলিত চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু হয়। দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। এরপর সন্ধ্যায় নামে বৃষ্টি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ