কূটনীতিক সংবাদ

ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৩:০৭:৪১

শেয়ার করুন

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো নিয়ে আলোচনা করতে রোববার ঢাকায় এসেছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) একটি প্রতিনিধি দল। তাদের তিন দিনের সফরে বিনিয়োগ ও স্বচ্ছ ব্যবসাবান্ধব পরিবেশের বিষয়টি গুরুত্ব পাবে। সেই সঙ্গে বাংলাদেশে ডলার সংকটের কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ প্রত্যাবাসনের বিষয়টি তুলবে প্রতিনিধি দলটি।

ইউএসবিবিসি একটি বাণিজ্য অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউএসবিবিসির প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্টিভেন কোবোস। যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা কোবোসের নেতৃত্বে বাংলাদেশ সফরকারী প্রতিনিধি দলের বড় অংশই সেই দেশের জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা বলে জানা গেছে।

প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সঙ্গে আলোচনা করবে প্রতিনিধি দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটির সফর অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি-সংশ্লিষ্ট নানা বিষয়ে তাদের আলোচনার কথা রয়েছে।

সফরের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে একাধিক কূটনীতিক বলছেন, ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের নানা বিষয় নিয়ে আলোচনা হবে। খুব স্বাভাবিকভাবেই তারা এ প্রসঙ্গও তুলবে, বাংলাদেশে ডলার সংকটের কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের লভ্যাংশ নিজ দেশে নিয়ে যেতে পারছে না। এ বিষয়টি এই মুহূর্তে মার্কিন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এ বিষয়টির সুরাহা হলে ভবিষ্যতে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন।

সম্প্রতি ঢাকা সফরের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও ডলার সংকটের কারণে তাঁর দেশের ব্যবসায়ীদের লভ্যাংশ এখানে আটকে থাকার প্রসঙ্গটি আলোচনায় তুলেছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও বাংলাদেশ ব্যাংকে গিয়ে গভর্নরের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন।

ডোনাল্ড লুর সফরের সময় সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রতিষ্ঠানগুলো অভিযোগ করছে, তাদের অর্থ ছাড়ে দেরি হচ্ছে।


শেয়ার করুন