সারাদেশ

নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া শিশুর মরদেহে ধর্ষণের আলামত

  প্রতিনিধি ৩ মে ২০২৪ , ৯:১১:৩২

0Shares

শেয়ার করুন

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া ৯ বছরের এক শিশুর মরদেহ ময়নাতদন্তকালে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

 

শুক্রবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস।

এর আগে গত বুধবার (১ মে) ইটভাটায় বাবার জন্য দুপুরের খাবার দিতে এসে নিখোঁজ হয় শিশুটি। পরদিন বৃহস্পতিবার (২ মে) দুপুরে কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস ইট ভাটায় বাবাকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং মরদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ শিশুটির স্বজনরা সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। শুক্রবার রাতে মরদেহটির ময়নাতদন্ত শেষ হয় এবং চিকিৎসক জানান যে, শিশুটির মরদেহে ধর্ষণের আলামত রয়েছে।

এ ব্যাপারে খোঁজ নিতে যোগাযোগ করা হয় নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌসের সঙ্গে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শনিবার (৪ মে) ল্যাব টেষ্ট করে কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করা হবে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content