এক্সক্লুসিভ

বেনজীর দেশে আছে,বেনজীর নেই!

  প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ১০:৫১:৩৫

0Shares

শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে গত ৪ মে পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন সাবেক পুলিশ প্রধান।

সাবেক এই পুলিশ কর্মকর্তার অবস্থান নিয়ে তার ঘনিষ্ঠদের অনেকে বলছেন, তিনি সিঙ্গাপুর আছেন। আবার অনেকে বলছেন তিনি দুবাইয়ে রয়েছেন।

বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, গত ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে তিন মেয়ে ও স্ত্রীসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। স্ত্রী জীশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সে দেশেই অবস্থান করছেন। বেনজীর আহমেদ কারও ফোনও ধরছেন না।

 

এদিকে একজন হক কথাকে জানান, বেনজীর আহমেদের গুলশান-১ নম্বরের বাসায় খোঁজ নিয়েছেন তিনি সেখানে তাঁর বাসার নিরাপত্তাকর্মী সবুজ মিয়া জানিয়েছিলেন, দুই সপ্তাহ ধরে বেনজীর আহমেদকে তিনি দেখেননি। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা ও তাঁর পরিবারের কেউ বাসায় আছেন কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

এ ছাড়া মঙ্গলবার গোপালগঞ্জে বেনজীর আহমেদের পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে গেলেও সেখানকার কেউ তাঁর অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি।

এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা ও তিন মেয়েকে তলব করেছে দুদক। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে।

দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে, আগামী ৬ জুন বেনজীর আহমেদকে এবং ৯ জুন তার স্ত্রী জীশান মির্জাসহ সন্তানদের দুদকে হাজির হতে বলা হয়।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content