ইরানের সঙ্গে বন্দর পরিচালনার জন্য ভারত ১০ বছরের চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেহরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির কথা বিবেচনা করলে যেকোনো দেশের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
জানা গেছে, পাকিস্তান সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর উন্নয়নের জন্য ২০১৬ সালে ভারত একটি চুক্তি করেছিল। সোমবার (১৩ মে) দেশটি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের জাহাজমন্ত্রী একে ‘ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তবে এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালভাবে নাও যেতে পারে, যারা গত তিন বছরে ইরান-সম্পর্কিত সংস্থাগুলির ওপর ৬ শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এই চুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং ওয়াশিংটন তা বাস্তবায়ন অব্যাহত রাখবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ