বিভিন্ন প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশি নারীকে দুই বছর পর বেনাপোল দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ।
সোমবার (২০ মে) বিকেলে বিজিবি ও পুলিশ তাদেরকে গ্রহণ করেন।
এ সময় ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম সাংবাদিকদের বলেন এই নারীরা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায়। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে।
তিনি বলেন, তাদের দেশে আনার ব্যাপারে দুটি এনজিও সংস্থাও কাজ করছে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে করে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ