ভালুকা প্রতিনিধিঃ-"নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ গড়ে তুলি শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ মে বুধবার বিকেলে ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৬ নং ভালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসাইন মন্ডল, উপজেলা তাঁতী লীগ সভাপতি এস এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এস এইচ ফরহাদ, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, শিউলী আক্তার প্রমূখ। পরে ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মো:ইজাজ সরকার/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ