আন্তর্জাতিক

মাঝ আকাশে বিমানে ভয়াবহ ঝাঁকুনি: নিহত ১, আহত ৩০

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ১০:০৩:২০

0Shares

শেয়ার করুন

মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি বিমানে একাধিক ঝাঁকুনির ঘটনায় এক যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। খবর এনডিটিভির।

মঙ্গলবার এক বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে, বোয়িং-৭৭৭-৩০০ ইআর বিমানটি সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে প্রচণ্ড ঝাঁকুনির সম্মুখীন হয়। পরে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে ব্যাংককের সুবর্নভূমি এয়ারপোর্টে জরুরি অবতরণ করে।

এয়ারলাইন্স জানিয়েছে, এসকিউ৩২১ নম্বরের ফ্লাইটটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন।

যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তার জন্য ব্যাংকক থেকে আরও একটি দল পাঠানো হচ্ছে।

এদিকে কী কারণে বিমানে এই ধরনের ঝাঁকুনির ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলেছেন, বিমানে এই ধরনের ঝাঁকুনি অস্বাভাবিক নয়, তবে আঘাত সাধারণত তখনি ঘটে যখন যাত্রীরা সিটবেল্ট না পরে থাকেন। এক্ষেত্রে ঝাঁকুনির সময় যাত্রীরা নিজের আসন থেকে ছিটকে পড়েন এবং আঘাত পান।

গত বছরের মে মাসে ঝাঁকুনির কারণে দিল্লি-সিডনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছিল।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content