আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে হাজারো শ্রমিকের মিছিল

  প্রতিনিধি ১ মে ২০২৪ , ৯:৪৪:২৪

0Shares

শেয়ার করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দাতারান মারদেকা স্কয়ারে শ্রম দিবসকে সামনে রেখে এক হাজারেরও বেশি শ্রমিক একযোগে তাদের ন্যূনতম উচ্চ মজুরি সহ আরও ভালো অধিকারের দাবিতে মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেনারা মে ব্যাংক থেকে মাত্র ৩০ মিনিটের জন্য দেশটির পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া (পিএসএম), পার্টি মুদা, পার্টি বেরসিহ এবং এমপাওয়ারের মতো মোট ৬০টি দলের সমর্থনে এ মিছিল দেখেছে।

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, মিছিলের আয়োজকরা বলছে যে, ২০০২ সালের ন্যূনতম মজুরি আদেশের অধীনে বর্তমানে আমাদের মজুরি মাত্র ১৫০০ রিঙ্গিত, যা বর্তমানে আমাদের জীবনযাত্রা ব্যয়ের তুলনায় খুবই কম। তারা আরও উল্লেখ করেছে যে, সমস্ত শ্রমিককে এই পরিমাণ অর্থও তারা দিচ্ছে না।

এক বিবৃতিতে সমাবেশের আয়োজকরা বলেছেন যে, বি ফোর্টি নাগরিকরা (বি৪০), বিশেষ করে শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছাত্র, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং বেকাররা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যবিত্ত নাগরিকরাও এখন একই সমস্যার মুখোমুখি হচ্ছে।

তাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম ২০০০ রিঙ্গিত মজুরি করা, এটা শুধু নিয়মমাফিক সাধারণ খাতে শ্রমিকদের জন্য ১০০০ রিঙ্গিত করে নয়। এটি সকলের জন্য বিশেষ করে, অভিবাসী শ্রমিকদেরও এ অধিকার দিতে হবে।

এদিকে মালয়েশিয়াকিনি জানিয়েছে, পিএসএম’র চেয়ারম্যান মাইকেল জেয়াকুমার দেবরাজ বলেছেন যে, গত পাঁচ দশকে মালয়েশিয়ার জিডিপি ২৪ গুন বৃদ্ধি পেলেও শ্রমিকদের বেতন বেড়েছে মাত্র ১.৩ গুণ।

তিনি আরো জানিয়েছেন, এ দেশের সমৃদ্ধি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবুও, সুযোগ সুবিধাগুলি এখনো অসামঞ্জস্যপূর্ণভাবে শ্রমিকদের জন্য কম রয়েছে।

এদিকে, এ মিছিলে মালেশিয়াস্থ বাংলাদেশিদের কোনো সংগঠন অংশগ্রহণ করেছে কি না, এ রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content