প্রতিনিধি ৫ মে ২০২৪ , ৪:০০:০৬
তীব্র তাপপ্রবাহের মধ্যে পূর্ব সুন্দরবনের গহীনে লাগা আগুন এখনও জ্বলছে। ইতিমধ্যে দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। রোববার থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
চলমান তাপপ্রবাহের মধ্যে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমুরবুনিয়া টহল ফাঁড়ির কাছের এলাকায় বনে আগুন লাগে। মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান বলেন, খবর পেয়ে বন বিভাগ, স্থানীয় এলাকাবাসী এবং মোরেলগঞ্জ ও মোংলা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি।
শনিবার ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো যায়নি। এ ছাড়া, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির উৎস প্রায় দুই কিলোমিটার দূরে। এ কারণে শনিবার আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি।