অন-লাইন

জাগ্রত চৌরঙ্গী

  প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৭:২০:৪২

শেয়ার করুন

গাজীপুরের চৌরাস্তায় মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য যা ১৯৭৩ সালে ভাস্কর আবদুর রাজ্জাক নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য।
গাজীপুরের এটি আইকনিক একটি স্থাপত্য
৫১ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে
জাগ্রত চৌরঙ্গীর উচ্চতা ৪২ ফুট ২ ইঞ্চি। ২৪ ফুট ৫ ইঞ্চি ভিত বা বেদির ওপর মূল ভাস্কর্যের ডান হাতে গ্রেনেড ও বাঁ হাতে রাইফেল। কংক্রিট, গ্রে সিমেন্ট, হোয়াইট সিমেন্ট ইত্যাদি দিয়ে ঢালাই করে নির্মিত এ ভাস্কর্যটিতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩ নম্বর সেক্টরের ১০০ জন ও ১১ নম্বর সেক্টরের ১০৭ জন(মোট ২০৭ জন)শহীদ সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নাম উৎকীর্ণ করা আছে।

উল্লেখ্য ১৯৭১ সালে গাজীপুরে প্রথম স্ব-সস্ত্র মুক্তিযুদ্ধ শুরু  হয়েছিল।

সংগ্রীহিত


শেয়ার করুন

আরও খবর

Sponsered content