খেলাধূলা

আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

  প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ১২:২১:২৫

শেয়ার করুন

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। একইসঙ্গে সেমিফাইনালের দৌড় থেকেও ছিটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভারতের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ১৯৬ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের হার ৫০ রানে।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে ১৩ রানে আউট হন লিটন দাস। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ২৯ রান করতে খেলেন ৩১ বল। ম্যাচটা এখানেই হেরে যায় টাইগাররা। সাকিব আল হাসান ১১ ও তাওহীদ হৃদয় ৪ রানে আউট হন।

একপ্রান্ত আগলে খেলা শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। শেষদিকে রিশাদের ১০ বলে ২৪ রানের ক্যামিও শুধু বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে। ভারতের হয়ে কূলদীপ তিনটি, বুমরাহ দুটি এবং আর্শদীপ ও হার্দিক একটি করে উইকেট নেন।

এর আগে নিজেদের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার।

দলের অন্যদের মাঝে কোহলি ৩৭, রিশাভ পান্ট ৩৬, শিভম দুবে ৩৪ ও রোহিত ২৩ রান করেন। টাইগারদের হয়ে তানজিম সাকিব ও রিশাদ দুটি ও সাকিব একটি উইকেট নেন। উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন মাহেদি হাসান।


শেয়ার করুন