সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এবং তাদের ক্ষমতায় রাখার জন্য তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন, ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। বেনজীর ছিলেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ডিফেন্ডার। বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন তিনি।
তিনি বলেন, এ দেশের আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন করছে আওয়ামী লীগ। স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে তারা, যা আমাদের কৃষ্টির সঙ্গে যায় না। ধর্মহীনরাষ্ট্র গড়তে চায় তারা।
এ সময় সদ্য সমাপ্ত ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে কংগ্রেসের পুনর্জাগরণের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে।
ফখরুল আরও বলেন, ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য আবার বিভিন্ন উপায়ে কাজ করছে। এখন সংগ্রাম করে, দেশকে মুক্ত করার ডাক দিয়ে, গণআন্দোলন সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ