জাতীয়

আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

  প্রতিনিধি ১৩ জুন ২০২৪ , ১০:৩২:৫৪

শেয়ার করুন

আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী ২১ জুন ভারতের দি‌ল্লিতে যাচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান।

 

সর্বশেষ গত ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুন) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কূট‌নৈ‌তিক সূত্র।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর পূর্বনির্ধারিত ছিল। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২১ জুন দুই দিনের সফরে দি‌ল্লি যাচ্ছেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন ভারত সফরে যান শেখ হাসিনা।

বিশ্বের অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দেশে ফেরেন বাংলাদেশের সরকার প্রধান।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content