হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে ফিরে আবার ঢাকায় অবতরণ করেছে।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ফিটস এয়ারের বিমানটি শাহজালালে অবতরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, ‘বিকেল ৪টা ৪০ মিনিটে ফ্লাইট নম্বর- ৯৫১৫ এয়ারবাসের এ-৩২০ মডেলের বিমানটি শারজাহর উদ্দেশে ছেড়ে যায়। পরে কলকাতার আকাশ থেকে ফিরে এসে শাহজালাল বিমানবন্দরে ৭টা ২৭ মিনিটে অবতরণ করে।’
তিনি বলেন, ‘ইঞ্জিনে প্রেসার কম পাওয়ার কারণে ঝুঁকি এড়াতে বিমানটি ফিরে আসে। ফ্লাইটটিতে ১৪৫ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।’
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ