গত ২৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় আমেরিকার মেমফিসের একটি এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করে ৪১ হাজার ফুট উচ্চতায় থেকে আমাদের বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে নিয়ে লাফিয়ে পড়েন। যা এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতা থেকে স্কাইডাইভ। আশিক চৌধুরী শুভ্রর বীরত্বপূর্ণ এই অর্জনে আমরা বাঙালি হিসেবে গর্বিত। পাশাপাশি আমরা মতলববাসী হিসেবে একটু বেশিই উচ্ছ্বাসিত। কেননা এই ব্যক্তিটি যে আমাদের প্রিয় মতলবের,ই সন্তান!
কে এই আশিক চৌধুরী শুভ্র?
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের(বর্তমানে মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের মধ্যকলাদি এলাকায় বসবাসকারী) কৃতি সন্তান সিভিল এভিয়েশন এর সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর জনাব হারুন চৌধুরীর তিন সন্তানের মধ্যে বড় সন্তান জনাব আশিক চৌধুরী শুভ্র।
দাদার বাড়ি মতলব দক্ষিণ উপজেলায় হলেও নানার বাড়ি মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের সিকদার বাড়ি। আশিক চৌধুরী শুভ্রর মা বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় অ্যালামাইন অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা রত্নগর্ভা মা হিসাবে খেতাবপ্রাপ্ত মিসেস মাহমুদা পারভীন। আশিক চৌধুরী শুভ্রর মামা ডক্টর এ টি এম তারেকুজ্জামান সোহেল সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসাবে কর্মরত। আরেক মামা এ টি এম তাহমিদুজ্জামান সোয়েব এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউ সি বি ব্যাংকে কর্মরত আছেন।
বাবার কর্মস্থল যশোরে জন্ম আশিক চৌধুরী শুভ্রর। শৈশবে যশোরে অবস্থান করলেও পড়াশোনা করেছেন সিলেট ক্যাডেট কলেজ থেকে। সিলেট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করে আশিক চৌধুরী শুভ্র। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ এবং যুক্তরাজ্যের লন্ডন বিজনেস স্কুল হতে স্কলারশিপ নিয়ে গ্রাজুয়েশন ও চার্টার ফিনান্সিয়াল অ্যানালিস্ট (CFA) ডিগ্রি সম্পূর্ণ করে সিঙ্গাপুরের এইচএসবিসি ব্যাংকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন আশিক চৌধুরী শুভ্র।
এর আগে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ব্র্যাকলি শহরের হিনটন স্কাইডাইভিং সেন্টারের সহায়তায় সাড়ে ১২ হাজার ফুট উঁচু থেকে লাফ দেন আশিক চৌধুরী। এরপর চলে দীর্ঘ অনুশীলন। প্রায় এক যুগ পর নতুন রেকর্ড গড়লেন যাচ্ছেন আশিক চৌধুরী শুভ্র।
৪১ হাজার ফুট উচ্চতা থেকে সফলভাবে স্কাইডাইভিং এর মাধ্যমে অনন্য রেকর্ডের অধিকারী আশিক চৌধুরী শুভ্র কে অভিনন্দন জানিয়েছেন আমেরিকান এম্বাসি ঢাকা।
স্কাইডাইভিং নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে আশিক চৌধুরী শুভ্র বলেনঃ
২০১২ সালে ফেলিক্স বামগার্টনার প্রায় ১২৮,০০০ ফিট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। তার তিন বছর পর অ্যালান ইউস্টাস ১৩৫,০০০ ফিট উচ্চতা থেকে নতুন রেকর্ড করেন। আমি আসলে সেই রেকর্ড ভাঙার চেষ্টাই করিনি। আমার রেকর্ডটা হচ্ছে দেশের পতাকা নিয়ে। ইনফ্যাক্ট রেকর্ডটা আমার না, রেকর্ডটা হচ্ছে বাংলাদেশের পতাকার। পতাকা ছাড়া আমার থেকেও উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন এমন আরো প্রায় ৫ জনের নাম আমি জানি।
আশিক চৌধুরী শুভ্র আরো বলেন আমার এই অর্জন টি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড হলো কিনা সেটা জানা যাবে আরো কয়েকদিন পর। রেকর্ড হলো কিনা সেটা ডিসাইড করেন ওয়াল্ড এয়ার স্পোর্ট ফেডারেশন এর একজন সম্মানিত জাজ। উনি আমার হেলমেটে আটকানো জিপিএস ডিভাইস নিয়ে গেছেন। সমস্ত ডাটা এনালাইস করে জানাবেন খুব শীঘ্রই। তারপর গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর জন্য এপ্লাই করতে হবে। সব মিলিয়ে প্রায় দুই সপ্তাহের মতো লেগে যাবে।
বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে ৪১ হাজার ফিট উপর থেকে ঝাঁপিয়ে পড়া আমাদের প্রিয় মতলবেরই কৃতি সন্তান জনাব আশিক চৌধুরী শুভ্র।
✍️ Zishan
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ