আইন-শৃঙ্খলা

এমপি আনার হত্যার তদন্তে এবার নেপাল যাচ্ছে ডিবির দল

  প্রতিনিধি ১ জুন ২০২৪ , ১০:৫৫:৩৫

শেয়ার করুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য-এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত করতে শনিবার (১ জুন) সকালে নেপালে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এমপি আনার হত্যা মামলা তদন্তে কাজে শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে ডিবির তিন সদস্য একটি দল নেপালে যাচ্ছে। দলটির নেতৃত্বে রয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিও ওই কর্মকর্তা জানান, এমপি খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে তথ্য রয়েছে। আনার হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া আরেক অভিযুক্ত সিয়াম বর্তমানে নেপালের কাঠমান্ডুতে রয়েছে। এই বিষয়ে নেপাল কর্তৃপক্ষকে ইতোমধ্যে জানানো হয়েছে।

গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্লাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।

গত ৩০ মে দুপুরে এমপি আনার খুনের তদন্ত কাজ শেষ করে কলকাতা থেকে দেশে ফেরেন ডিবির প্রতিনিধিদল।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content