প্রতিনিধি ১২ জুন ২০২৪ , ১০:৫৮:৪৭
কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি শ্রমিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন।
বুধবার (১২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল আরাবিয়ার।
কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি শ্রমিক ভবনে আগুনে অন্তত ৪ জন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, ভবেন কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন।