প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৬:৫৩:০৭
সিলেট কেন্দ্রীয় কারাগারে মো. ইউনুস আলী (২২) নামে এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।সোমবার (৩ জুন) বেলা ১টার দিকে সিলেট শহরতলীর বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. ছগির মিয়া।
তিনি জানিয়েছেন, একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
কারা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তিনি জানিয়েছেন, নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আগামীকাল মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।