প্রতিনিধি ২০ জুন ২০২৪ , ৩:১১:২৭
গাজীপুর মহানগর এর তিলারগাতী এলাকায় খা পাড়া রোডে বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
তিলারগাতী এলাকার একজন জানান,তিতাস গ্যাস এর অপচয়। ৪/৫ বার লিখিত কমপ্লেন করার পরেও এর সমাধান হচ্ছে না। গ্যাসের দুর্গন্ধে চলাচল করা দায় হয়ে দাঁড়াচ্ছে। দুই দুইবার আগুন লাগার ঘটনাও ঘটেছে কিন্তু তারপরেও তিতাস কর্মকর্তাদের কোন মাথা ব্যাথা নেই। যেখানে অনবরত গ্যাস বের হয়ে যাচ্ছে,সেখানেই তার সাথেই ফ্যাশন স্টেপ গার্মেন্টসের গোডাউন আছে। যার মধ্যে কোটি টাকার মালামাল রয়েছে আল্লাহ না করুক বড় কোন দুর্ঘটনা যদি ঘটে এর দায় কে নিবে?