সারাদেশ

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

  প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ১:১৪:৫৩

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে রাজশাহী ডিবি পুলিশ।

রবিবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক আরিফ গোদাগাড়ী উপজেলার চর ভবনপাড়া এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহীর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম এর তত্ত্বাবধানে ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম এর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আজ ০২টা ৪০ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া ফুলতলা গ্রামস্থ রানাউর রহমান হিমুর রাইস মিলের পূর্ব পার্শ্বে কাঁচ রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মো: আরিফ হোসেনকে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪ (গ)/৪১ ধারায় একটি মামলা রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন।

মোঃ আব্দুল কাদের/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content