আন্তর্জাতিক

ঘুমন্ত যুবককে পিষে দিলো সাংসদ-কন্যার গাড়ি

  প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ১০:৫৯:৩৩

0Shares

শেয়ার করুন

সোমবার রাতে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বিএমডব্লিউ চালিয়ে যাচ্ছিলেন ভারতের চেন্নাই রাজ্যের ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বেদ মস্তানি রাওয়ের কন্যা মাধুরী। মাধুরীর সঙ্গে ছিলেন তার এক বান্ধবী। গাড়ি চালাচ্ছিলেন সাংসদ কন্যা নিজেই। পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় ছিলেন সাংসদ কন্যা। গাড়ি চালাতে চালাতে চেন্নাইয়ের বসন্তনগর এলাকার এক ফুটপাতে তুলে দেন গাড়ি। ওই ফুটপাতে ঘুমাচ্ছিলেন বছর বাইশের এক যুবক। তার নাম সূর্য। গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় তার। ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালান সাংসদ কন্যা। তবে তার বান্ধবী বেশ কিছু সময় স্থানীয়দের সঙ্গে তর্কাতর্কি করেন।

পড়ে অবশ্য এলাকা ছেড়ে চলে যান তিনি। এরপর স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত যুবক পেশায় ছিলেন এক জন চিত্রশিল্পী। মাত্র আট মাস আগে বিয়ে হয়েছিল তার। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় জড়ো হন মৃতের আত্মীয়স্বজন এবং স্থানীয়রা।
বিক্ষোভ দেখান তারা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। জানা যায়, যে গাড়িটি সূর্যকে চাপা দিয়েছে সেটি সাংসদ বেদ রাওয়ের সংস্থার গাড়ি। সেই সূত্র ধরে সাসংদ-কন্যা মাধুরীকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতার হওয়ার পর পরই থানা থেকেই জামিন পেয়ে যান তিনি। জানা গেছে , মঙ্গলবার সকালে মাধুরী তার আইনজীবীকে নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারা লঙ্ঘন করার কারণে মৃত্যু ঘটার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার পরেই তাকে পুলিশ স্টেশন থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। পুলিশের একটি শীর্ষ সূত্রের মতে, আদালতের জামিনের পরিবর্তে অভিযুক্তকে ‘স্টেশন জামিনে’ ছেড়ে দিয়ে পুলিশ ভুল করেছে। ২০২২ সালে ওয়াইএসআর কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হন বিদা মস্তান রাও। তার আগে অন্ধপ্রদেশ বিধানসভার সদস্যও ছিলেন। তার সিফুড কোম্পানিও রয়েছে। একজন সাংসদের কন্যা এভাবে ফুটপাথে ঘুমন্ত মানুষকে পিষে দিয়েও কীভাবে থানা থেকেই জামিন পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক মাস আগে গত ১৯ মে পুনেতে দুই যুবক-যুবতীকে পিষে দিয়েছিল বছর সতেরোর এক কিশোর। মত্ত অবস্থায় দুরন্ত গতিতে একটি পোর্শে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মোটরবাইকে ধাক্কা মেরেছিল সে । কয়েক ঘণ্টার মধ্যেই জুভেনাইল জাস্টিস বোর্ড তার জামিন মঞ্জুর করে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content