আন্তর্জাতিক

ডলার–ইউরো বেচাকেনা বন্ধ করে দিলো মস্কো

  প্রতিনিধি ১৩ জুন ২০২৪ , ১০:২৯:২৫

0Shares

শেয়ার করুন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। পাল্টা জবাবে মস্কো এক্সচেঞ্জ বৃহস্পতিবার (১৩ জুন) ডলার এবং ইউরোতে লেনদেন স্থগিত রাখে। খবর মস্কো টাইমসের।

রাশিয়ার মস্কো এক্সচেঞ্জের বরাতে এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, ‘মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার কারণে ১৩ জুন থেকে মার্কিন ডলার ও ইউরো বাদে বাজারে লেনদেন পরিচালিত হবে।

আরও বলা হয়েছে, ‘নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় মস্কো এক্সচেঞ্জ তাদের ক্লায়েন্টদের ট্রেডিং প্ল্যাটফর্মের সমস্ত বিভাগে অ্যাক্সেস দেবে।’

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট গতকাল বুধবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়িয়েছে, যার লক্ষ্য মস্কোতে অর্থ ও পণ্যের প্রবাহ কমানোর। কারণ, দেশটি তার প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content