নতুন বাজেট কালো টাকা সাদা করার বাজেট। কীভাবে দুর্নীতি আরও বেশি করা যাবে, এটি তার বাজেট— বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়া’র গৃহীত কর্মসূচি ও নীতি: বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূলভিত্তি’ শীর্ষক সেমিনারে বিএনপি মহাসচিব এমন কথা বলেন।
তিনি অভিযোগ করেন, বাজেটে দুর্নীতি করার মতো খাতগুলোতে বরাদ্দ রাখা হয়েছে। বলেন, সরকার মিথ্যার ওপর টিকে আছে। তাদের দেয়া সব পরিসংখ্যান ‘ফলস’।
মির্জা ফখরুল আরও বলেন, এখন বাজেটও বে-নজির। সরকারের সবকিছুই এখন বে-নজির বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, বিদেশ থেকে ঋণ নিচ্ছে সরকার, সেই অর্থ আবার বিদেশে পাচার হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ