আইন-শৃঙ্খলা

নওগাঁয় মাদকসহ র‍্যাবের হাতে আটক ১

  প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ১:১৮:৫০

শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর বদলগাছীতে মাদক ব্যবসায়ি ইলিয়াস হোসেন (২৮) ৪৯৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে বদলগাছীর থানার চাকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস হোসেন ওই গ্রামের বেলাল হোসেন এর ছেলে। এসময় নয়ন (৩১) নামে অপর এক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-আটক ইলিয়াস চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী নয়ন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় চাকলা গ্রাম থেকে ইলিয়াস হোসেন কে আটক করা হলেও নয়ন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ইলিয়াস কে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৯৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মোঃ আব্দুল কাদের/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content