প্রতিনিধি ৬ জুন ২০২৪ , ১০:০৭:৩৩
খুবই অপ্রত্যাশিত, কিন্তু অনুপ্রেরণাদায়ক! ম্যাচ শেষ হতেই ধারাভাষ্যকক্ষ থেকে ভেসে আসলো লাইনটা। ঠিকই তো, কে ভেবেছিল বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিবে যুক্তরাষ্ট্র। বাস্তবে সেটাই করে দেখালো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজকরা। মূল ম্যাচে স্কোর ড্র হওয়ার পর খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও দাপট দেখিয়ে পাকিস্তানকে হারিয়ে দিলো যুক্তরাষ্ট্র। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই ২০০৯ আসরের চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়ে ইতিহাস গড়লো দেশটি।
আজ ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে ৫ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টস হেরে আগে ব্যাটিং করে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে অধিনায়ক মুনাংক প্যাটেলের ফিফটিতে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। তবে ডেথ ওভারে পাকিস্তানের দারুণ বোলিংয়ে আটকে যায় তারা। শেষ ৩ বলে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের, ১ ছয় ও এক চার মেরে ম্যাচ ড্র করেন অ্যারন জোন্স ও নিতিশ কুমার।
জোন্স করেন ৩৬ রান। এছাড়া গাউসের ব্যাট থেকে আসে ৩৫ রান।
এরপর খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে ১৮ রান তোলে যুক্তরাষ্ট্র। প্রথম বলে ৪ মেরে শুরু করে জোন্স ৬ বল খেলে করেন ১১ রান। বাকি ৭ রান আসে অতিরিক্ত খাত থাকে। সেটা তাড়া করতে নেমে দ্বিতীয় বলে ৪ মারলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি পাকিস্তান। ১৮ রান আটকাতে বল হাতে নিয়ে ১৩ রান খরচ করেন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ। টানা দুই জয়ে গ্রুপ এ’র শীর্ষে যুক্তরাষ্ট্র।