মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা যাত্রীরা অল্প ডিজাইন করে ২৪ ক্যারেটের কাঁচা সোনাকে সোনার গয়না হিসেবে লুকিয়ে আনার মাধ্যমে শুল্ক এড়ানোর চেষ্টা করেন। বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, এজন্য ব্যাগেজ বিধিমালা সংশোধন ও যৌক্তিকীকরণের অংশ হিসেবে কাস্টমস শুল্ক ফাঁকির প্রবণতা রোধে সোনার অলঙ্কারের সংজ্ঞা নির্ধারণ করছে সরকার।
বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, ব্যাগেজ বিধিমালা ২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালা ২০২৩-এর ২ ধারায় সোনার অলঙ্কার ও গয়নার উপযুক্ত সংজ্ঞা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী।
বিদ্যমান ব্যাগেজ বিধিমালার অধীনে একজন যাত্রী শুল্ক ও কর পরিশোধ ছাড়া দুটি নতুন মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারেন। নতুন বাজেটে এ সুবিধা থাকছে না।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সুবিধা বাদ দেওয়ার কথা জানিয়ে শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন থেকে কেবল দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনার সুবিধা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে যাত্রীরা নিজের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
অতএব আপনার ব্যবহার করা মোবাইল ২টি সহ ১টি নতুন মোবাইল সাথে আনতে পারবে।এছাড়া নতুন মোবাইল থাকলেই প্রযোজ্য হবে শুল্ক ও কর।
বৃহস্পতিবার সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ব্যাগেজ বিধিমালা ২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে।
বক্তব্যে শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন কেবল দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনার সুবিধা রাখার প্রস্তাব করেছেন তিনি। আর প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে যাত্রীরা নিজের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
অর্থাৎ, বিদেশ থেকে দেশে আসা যাত্রীরা তিনটি ফোন আনতে পারবেন। এর মধ্যে ব্যবহার্য দেখিয়ে দুইটি আনতে পারবেন শুল্ক ছাড়া। আর নতুন একটি মোবাইল ফোন আনতে পারবেন শুল্ক পরিশোধ করে। যদি তিনটি নতুন ফোন আনতে চান তাহলে সবগুলোর জন্য শুল্ক দিতে হবে।
এতদিন পর্যন্ত একজন যাত্রী আটটি মোবাইল ফোন আনতে পারতেন। এর মধ্যে ছয়টির জন্য শুল্ক দিতে হত। তবে দুটি ফোন আনা যেত শুল্ক ছাড়াই।
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
[নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা। সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এতদিন শুল্ক ছাড়া দুটি নতুন মোবাইল আনা যেত। এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। স্বর্ণের অলংকার ২২ ক্যারেটের বেশি হতে পারবে না। নতুন এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায়ই উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
প্রস্তাব অনুযায়ী, বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিধেয় বা অপরিধেয় অবস্থায় সর্বোচ্চ ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণ আনতে পারবেন। রুপা আনতে পারবেন ২০০ গ্রাম। তবে ২৪ ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না।
এতদিন শুল্ক ছাড়া দুটি ও শুল্ক দিয়ে ছয়টি মোবাইল আনা যেত। এখন তিনটির বেশি মোবাইল আনা যাবে না। শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে।
৩০ হাজার টাকা পর্যন্ত মোবাইলের জন্য ৫ হাজার টাকা, ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ১০ হাজার টাকা আর ৬০ হাজারের বেশি দামের ফোনের জন্য শুল্ক দিতে হবে ২৫ হাজার টাকা।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত মদ আনতে পারবেন। তবে বাংলাদেশিরা তা পারবেন না।
১২ বছরের কম বয়সী যাত্রী স্বর্ণ, মদ ও সিগারেট আনতে পারবে না বলেও প্রস্তাব রাখা হয়েছে বাজেটে]
এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা গত অর্থবছর ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয় ২ লাখ ৮৩ হাজার ৭৮৫ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন। এগুলোর জন্য তিনি দায়ী করেন কোভিড-পরবর্তী ‘রাশিয়া-ইউক্রেন’ যুদ্ধকে। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে রিজার্ভ বাড়বে এবং মূল্যস্ফীতি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ