রাজনীতি

মির্জা ফখরুলকে ভালোভাবে পড়াশোনা করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ১২:৩১:৪৪

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভালোভাবে পড়াশোনা করতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

বুধবার (২৬ জুন) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।হাছান মাহমুদ বলেন,মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বোঝে না। ভারত সফরে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। মির্জা ফখরুলকে বলব ভালোমতো পড়াশোনা করে গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে। যে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে সবগুলো বাংলাদেশের স্বার্থে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে। বিএনপি প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে পারেনি। ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে ভারতের ভূমির ওপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, ভারতে নতুন সরকার গঠনের পর প্রথম সরকার প্রধান হিসেবে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে প্রমাণিত হয় ভারত বাংলাদেশকে কত গুরুত্ব দেয়।গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন না হলেও পানি পাবে বাংলাদেশ। তবে এই চুক্তি নবায়নের জন্য আমরা কথা বলেছি, বলেন তিনি।হাছান মাহমুদ আরও বলেন,ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন যায়। তাতে কী তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? দুই দেশের রেলযোগাযোগ রয়েছে। সেটি আরও বিস্তৃত করার প্রচেষ্টা চলছে।লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি খুনের বিষয়ে তিনি বলেন, হত্যার বিষয়টি এখনই শুনলাম। দুই দেশই সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে তৎপর।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content