প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার পরিবর্তনে বিএনপি প্রস্তুত।
শুক্রবার (২১ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘সব মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে, মানুষের মৌলিক সমস্যা সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না। দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘দলের রদবদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আছে।’
সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন আমীর খসরু। এরপর গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ