রাজনীতি

সরকার হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে: ফখরুল

  প্রতিনিধি ১ জুন ২০২৪ , ১১:০৪:০৭

0Shares

শেয়ার করুন

এই সরকার হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার (১ জুন) বিকেলে গাজীপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খবরের কাগজ খুললেই দেখবেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তির খবর। কখন করেছেন, যখন তিনি র‌্যাবের ডিজি ও পুলিশে আইজি ছিলেন তখন তৈরি করেছেন। যার বেতন সব মিলিয়ে কয়েক কোটি টাকার বেশি হয় না, সেই লোকের এখন দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ।

তিনি বলেন, বেনজীর মে মাসের ৪ তারিখ পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছে। ব্যাংক থেকে অসংখ্য টাকা তুলে নিয়ে গেছে। সরকার কি চোখে আঙুল দিয়ে বসেছিল? এই সরকার হচ্ছে চোরের রাজা, বাটপার। যারা চুরি করেছে তাদের সব সময়ই প্রশ্রয় দিয়েছে।


বিএনপির এই নেতা বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল আল-জাজিরাতে। তিনি কীভাবে তার ভাইদেরকে রক্ষা করার জন্য প্রভাব খাটিয়ে তাদেরকে মুক্ত করে পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দেওয়ার পর এখন তাদের টনক নড়েছে। এখন বলছে আমরা এখন তদন্ত করব।

ফখরুল বলেন, বর্তমানে শাসকগোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তাদের বিরুদ্ধে যে কথা বলবে তাকে আবার জেলে দেবে অথবা সংবিধান বিরোধী বলে মামলা করবে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content